এই আর্টিকেলটি হবে সেরা যে ১০টি মোবাইল ফোন নিয়ে। মোবাইল শব্দটি আমাদের কাছে বেষ্টফ্রেন্ডের মতো হয়ে গেছে। আমরা উঠতে-বসতে, হাটতে-চলতে সবসময় মোবাইল ব্যবহার করি। তাই আমাদের সকলেরই ভালোমানের স্মার্টফোন লাগেই। মোবাইল ফোন শুধু ভালো হলেই হয়না, ব্রান্ডের হতে হয়।
ব্রান্ডের মোবাইলে সফটওয়্যার অপটিমাইজেশন, ফাংশন, লং লাস্টিংসহ ইত্যাদি সুযোগ সুবিধা পাওয়া যায়। তাই মোবাইল কিনতে হলে, সামান্য টাকা বেশি গেলেও ব্রান্ডের মোবাইল কিনুন। সামনের নতুন বছরে যারা মোবাইল কিনবেন বলে ভাবছেন, আজকের লিখাটি মূলত তাদের জন্য।
২০২২ সালের সেরা ১০টি মোবাইল ফোন
২০২২ সালে আসতে চলেছে উন্নতমানের ফিচার সমৃদ্ধ অনেকগুলো ব্রান্ড্রেড, নন-ব্রান্ডেড স্মার্টফোন। তাই এখনই হুট-হাট করে মোবাইল না কিনে, সামনের বছরে আসা মোবাইলগুলোর জন্য একটু অপেক্ষা করলে মন্দ হয় না। আসুন কথা না বাড়িয়ে, নতুন বছর ২০২২ সালের সেরা ১০টি স্মার্টফোন নিয়ে আলোচনা করা যাক। চলুন সিট বেল্ট বেধে ঝাপিয়ে পরা যাক সামনের দিকে।
১. Redmi Note 11T 5G
আমি পোষ্ট করার আগেই এটি রিলিজ হয়ে গিয়েছে এবং সেটা মাত্র সপ্তাহখানেক আগে। Note 11T Andoid 11 ভার্সন এ চলবে (MIUI 12.5)।
মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল রয়েছে। ৬.৬ ইঞ্চির IPS LED ডিসপ্লে রয়েছে। এটি রেডমির 5G Supported মোবাইল ফোন। তবে এর চিপসেট একটু নর্মাল টাইপ MediaTek Dimensity 810 5G এর।
কিন্তু এর ব্যাটারি ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ৩৩ ওয়াট ফাস্ট চার্জার সম্বলিত। তাদের ভাষ্যমতে ফোনটির ১০০% চার্জ হতে মাত্র ১ ঘন্টা লাগবে। Redmi Note 11T 5G এর মুল্য মাত্র ২৫ হাজার টাকা।

২. Realme GT 2 Pro
GT 2 Pro এই এলো বলেই, তার মানে ২০২১ এর ডিসেম্বরেই ফোনটি রিলিজ হতে যাচ্ছে এটিও Android 12, realme UI 3.0 তে চলবে। তবে প্রসেসর হবে Qualcomm SM8450 Snapdragon 8 Gen1 যা খুবই শক্তিশালী। Realme 9i এর মতো এতে মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল হবে, তবে রেজুলেশন থাকবে অনেক বেশি এবং সেলফি ক্যামেরা হবে ৩২ মেগাপিক্সেলের।
র্যাম/রমের ক্ষেত্রে ফোনটিতে থাকবে ৮/১২৮, ১২/২৫৬, ১২/১ টিবি পর্যন্ত থাকবে। যা অন্যান্য ফোনে তেমন দেখা যায়না। এছাড়াও এতে থাকছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৫০০০ এমএওএসিচ এর ব্যাটারি।

৩. Samsung Galaxy S22 Ultra 5G
Galaxy S22 এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এতে থাকবে ১০৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও ৪০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এন্ড্রয়েড ভার্সন ১২ তে চলবে এটি। প্রসেসর এখনও জানা যায়নি। র্যাম/রম থাকবে ১২/১২৮, ১২/২৫৬, ১২/৫১২, ১৬/৫১২ জিবি। এটিতেও থাকবে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি, তবে মাত্র ১৫ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে এটিতে।
অর্থাৎ আপনার বাজেট বেশি হলে, আপনার জন্য হতে পারে এটি একটি প্রিমিয়াম ফোন। নতুন বছর ২০২২ এর জানুয়ারিতে বা ফেব্রুয়ারির শুরুর দিকেই ফোনটি বাজারে পাওয়া যাবে বলে জানা যায়।

৪. Xiaomi 12
শাওমির ফোনের বাজার সবসময় চমক প্রদানে ব্যাস্ত থাকে। Xiaomi 11 এর পরে, এবার Xiaomi 12 আসতে যাচ্ছে। এটির চিপসেট হিসেবে থাকছে Snapdragon 8 Gen 1. পেছনের ক্যামেরা হিসেবে থাকবে Triple 50+50+50 মেগাপিক্সেল আর একটি আন্ডার ডিসপ্লে Front Camera থাকবে, যার মেগাপিক্সেল এখনও জানা যায়নি।
র্যাম/রম এর পরিমাণও এখনও প্রকাশ করেনি তারা। তবে 67 Watt ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে বলে জানা গেছে।

৫. OnePlus 10
OnePlus 10 ফোনটিতে Snapdragon 8 Gen1 এর শক্তিশালী প্রসেসর এবং 5000mah এর ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে। ফোনটির ক্যামেরা ৫০ মেগাপিক্সলে হবে বলে ধারণা করা যায়। এছাড়াও ৬.৭ ইঞ্চি এর LTPO Fluid2 AMOLED ডিসপ্লে থাকবে।
র্যাম-রম ৮/১২৮,৮/২৫৬ হবে বলে জানা যায়। OnePlus 10 এর বাহ্যিক ডিজাইনের খুবই চমৎকার হবে বলে দেখা যায়।

৬. Motorola Edge 30 Ultra
Moto Edge 30 Ultra ফোনটি মটোরেলা সিরিজের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন ফোন হবে বলে জানা গেছে। ফোনটি Android 12 দ্বারা পরিচালিত হবে বলে আশা করা যাচ্ছে। এই ফোনটি অক্টাকোর বিশিষ্ট Qualcomm SM8450 Snapdragon 8 Gen1 (4 nm) চিপসেট দ্বারা পরিচালিত হবে।
মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৬০ মেগাপিক্সেল হবে জানা গিয়েছে। ব্যাটারি হিসেবে থাকছে 5000mah এর শক্তিশালী 68 Watt Fast charging সম্বলিত ব্যাটারি। এটির ডিসপ্লে ৬.৬ ইঞ্চি OLED হবে।

৭. iPhone SE 3
২০২২ এর iPhone SE 3 তে থাকবে ৪.৭ ইঞ্চি IPS LCD ডিসপ্লে, চিপসেট হিসেবে থাকবে A15 Bionik Chip, 5G ইন্টারনেট ব্যবহার করা যাবে। এছাড়াও ক্যামেরার মধ্যে ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং রেয়ার ক্যামেরা ১২ + ১২ = ২৪ মেগাপিক্সেল হবে।
আর এই ফোনটির র্যাম থাকবে ৩জিবির মতো। ব্যাটারি হিসেবে থাকছে 2821mah ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। ফোনটি রিলিজ হওয়ার পর, নাম বদলে iPhone SE (2022) হতে পারে।

৮. Realme 9i
Realme 9i ফোনটি মধ্যবিত্তদের জন্য প্রিমিয়াম চয়েস হতে পারে। এই স্মার্টফোনটি Android 12, realme UI 3.0 তে চলবে। এতে রয়েছে ৬.৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। Realme 9i তে প্রসেসর হিসেবে থাকবে Qualcomm SM6225 Snapdragon 680 4G অক্টাকোর চিপসেট। এর র্যাম/রম হবে ৪/৬৪, ৪/১২৮, ৬/১২৮ জিবি।
মেইন ক্যামেরা থাকবে ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা থাকবে ১৬ মেগাপিক্সেল। ফোনটির ব্যাটারি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। জানা গেলে পোষ্টে এড করে দেব শীঘ্রই।

৯. Samsung Galaxy A91
Galaxy A91 এ রয়েছে ৬.৭ ইঞ্চির Super Amoled Display. চিপসেট হিসেবে Snapdragon 855 Chip এবং গ্যালাক্সি এ৯১ ফোনটি Android 11 দ্বারা পরিচালিত হবে। ৪৮ + ১২ + ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে এই ফোনটিতে। র্যাম/রম জানা যায় ৮/১২৮ জিবি হবে।
সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হচ্ছে, এই ফোনের চার্জার হিসেবে থাকবে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা এবং 4500mah ব্যাটারি।

১০. Samsung Galaxy S21 FE 5G
৬.৪ ইঞ্চি Amoled Dispaly বিশিষ্ট Samsung Galaxy S21 FE খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। এটির ভার্সন হবে Android 11, One UI 3.1 এবং এটির প্রসেসর হিসেবে থাকবে Snapdragon এর অক্টাকোরবিশিষ্ট 888 Chipset. র্যাম-রম থাকছে ৬/১২৮, ৮/১২৮, ৮/২৫৬ জিবি পর্যন্ত।
আইফোন এসই এর মত এখানে রেয়ার ক্যামেরা ১২ + ১২ = ২৪ মেগাপিক্সেল থাকবে কিন্তু ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হবে ৩২ মেগাপিক্সেল। এটির উচ্চক্ষমতা সম্পন্ন ৪৫০০mah ব্যাটারি থাকবে, সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে।

কোন ফোনটি আপনার জন্য?
আজকে আমরা ২০২২ সালের সেরা ১০টি আপকামিং মোবাইল সম্পর্কে জানলাম। এগুলো বাজারে আসলে, আরও বিষদভাবে আমরা জানতে পারব। এছাড়াও যদি আপনার অন্য কোনো মোবাইল সম্পর্কে জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্টবক্সে কমেন্ট করে জানান।
এখন যদি প্রশ্ন করা হয়, সেরা এই ফোন গুলোর মধ্যে কোন ফোনটি আপনার জন্য? প্রাইস, নিডস অনুযায়ী আপনার জন্য নির্বাচিত ফোনটি ক্রয় করতে আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে।
আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আপনার হাতের স্মার্টফোনটিকে ভালো রাখুন। কারণ, বর্তমানে স্মার্টফোনকে অনেকে বেষ্টফ্রেন্ডের চাইতেও বেশি কিছু ভেব থাকেন। আমি নিজেও ভাবি…